বানরকে খুঁজছে ভারতের পুলিশ!

শিশু ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি বানরকে খুঁজছে ভারতের পুলিশ। পরে শিশুটির দেহ ভারতের উড়িষ্যায় একটি কূয়ার কাছে পাওয়া যায়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

বানরটি শনিবার সকালে ঘরের ভিতরে ঢুকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে যায়। শিশুটির মায়ের চোখের সামনে এ ঘটনাটি ঘটে। শিশুটির মা তার ছেলেটিকে বানরের হাত থেকে উদ্ধার করতে পারেননি।

শিশুটি ছিনতাই হওয়ার একদিন পর তাদের এক আত্মীয় বাড়ির পেছনের কূয়ার কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার শিশুটির শরীরে মারাত্মক কোনো আঘাতের চিহ্ন পাননি বলে জানান।

স্থানীয় পুলিশ জানায়, এটি একটি খুব বিরল ঘটনা। তবে প্রায়ই এসব এলাকায় জিনিসপত্র নষ্ট করার অভিযোগে বানর ধরা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা পিসি প্রধান বলেন, আমরা আশা করি, এক সপ্তাহের ভেতর বানরটিকে ধরতে পারবো।

একেএ/এমআর