বানরের তাণ্ডবে কফি ক্ষেত ছারখার। হাজার চেষ্টা করেও কিছুতেই এই ঝামেলা এড়াতে পারছিলেন না ভরতের কর্ণাটকের চাষীরা। অবশেষে বানর ঠেকাতে বাঘের সাজে তাঁরা সাজালেন পোষা কুকুরকে। আর তাতেই নাকি মিলেছে সাময়িক স্বস্তি। এই দলে রয়েছেন শ্রীকান্ত গৌড়া। শিবমোগ্গা জেলার নালুরু গ্রামের এই চাষী কুকুর বুলবুলের সারা গেয়া ডোরা দাগ কেটে তাঁকে বানিয়ে দিয়েছেন বাঘ!
তারও আগে শ্রীকান্ত বানর তাড়াতে সফট টয় বাঘের সাহায্য নিয়েছিলেন। কিন্তু, রোদে-পানিতে খেলনা বাঘের গায়ের রং,-দাগ সবই জ্বলে যায় যে! ফলে, কিছুদিন গেলেই মানুষের ধোঁকা দেওয়া ধরা পড়ে যাচ্ছিল বানরদের চোখে। আবার শুরু হয় জ্বালাতন। তাই আর কোন ঝুঁকি না নিয়ে এবার জ্যান্ত বাঘ না হলেও বাঘের মতো পশুকেই হাজির করে ফেলেছেন কৃষকরা।
আজকের বাজার/লুৎফর রহমান