বানিয়াচং উপজেলার হাওরে আজ সকালে কৃষি কাজ করার সময় ববজ্রপাতে আব্দুল করিম ( ৫৫) ও নুর উদ্দিন (৪৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে বানিয়াচং উপজেলার মজলিশ পুর গ্রামের বাসিন্দা কতিব উল্লাহর ছেলে আব্দুল করিম ও মৃত তারা উল্লাহর ছেলে নূরউদ্দিন।
বানিয়াচং থানার ওসি অজয় কুমার দাশ জানান, শনিবার সকালে হাওরে জমিতে কাজ করার সময় সকাল সাড়ে নয়টায় বর্জ্রপাতের ঘটনা ঘটে।