বান্দরবানের আলীকদম উপজেলায় চারটি আগ্নেয়াস্ত্রসহ সুরেশ চাকমা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৩১ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রোয়াম্বু চাকমা পাড়ার নিজ বসতঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক হওয়ার সময় তার কাছে থাকা পিস্তল, ২টি বাটযুক্ত বন্দুক, থ্রি নট থ্রি রাইফেল ও ৫টি তাজা বুলেট উদ্ধার করা হয়। আটককৃত সুরেশ রোয়াম্বু চাকমা পাড়ার বাসিন্দা ও মৃত আনন্দ লাল চাকমার ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল মো. মাহাবুবুর রহমান ও উপ-অধিনায়ক মেজর আবদুল কাদেরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা রোয়াম্বু চাকমা পাড়ায় অভিযান চালায়। এ সময় সুরেশ চাকমার বসতঘর থেকে দেশে তৈরি পিস্তল, ২টি বাটযুক্ত বন্দুক, থ্রি নট থ্রি রাইফেল ও ৫টি তাজা বুলেটসহ তাকে গ্রেফতার করেন। পরে সুরেশকে আগ্নেয়াস্ত্রসহ আলীকদম থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
আলীকদম থানা পুলিশের উপপরিদর্শক মো. আজমগীর বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/আরআইএস