বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন
আস্তানার সন্ধান পাওয়া যায়। এ সময় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত এবং অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার হয়।
এখনো অভিযান চলমান রয়েছে বলে আইএসপিআর জানায়।