জেলায় অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে আজ শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার জেরিন আখতার।
আজ সোমবার সকালে জেলা শহরের ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার। পরে তিনি বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার, স্টেডিয়াম মার্কেট, আর্মিপাড়াসহ বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান ও মুহাম্মদ আলী হোসেনসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান