বান্দরবান সদর উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত কয়া চিং থোয়াই মারমা (২৭) তাউ থোয়াই মারমার ছেলে। তিনি রাজবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা কয়া চিংয়ের ঘরে ঢুকে তাকে অপহরণ করে নিয়ে যায়।
‘এর প্রায় এক ঘণ্টা পর ৮ নম্বর ওয়ার্ডের রাবার বাগান পুনর্বাসন এলাকায় তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়,’ জানান ওসি।
আজকের বাজার/এমএইচ