সীমান্তবর্তী বান্দরবান জেলার বড়মদক বাজারে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আগুন লেগে ২০টি দোকান পুড়ে গেছে।
রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুই সুই থুই জানান, ভোরে মানুষ যখন দোকানপাট খোলার প্রস্তুতি নিচ্ছিল তখনই একটি দোকান থেকে বিকট শব্দে আগুন লাগে এবং তা দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণের সহায়তায় বড়মদক বিওপির বিজিবি সদস্যরা আগুন নেভাতে এগিয়ে আসে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পার্শ্ববর্তী ২২টি দোকান ভেঙে প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আসে।
বিজিবি ৩৮ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. সানবীর হাসান মজুমদার অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।