জেলায় কোভিড ১৯ (করোনা ভাইরাসের) কারনে কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর উদ্যোগে আজ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা সদরের নমংরপাড়া, বালাঘাটা শৈলশোভা এলাকা ও রোয়াংছড়ি বাসস্টেশন আদর্শপাড়ায় বিভিন্ন অসহায় দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রি হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবন, সুজিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিতরণকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর সভাপতি ক্য শৈ হ্লা ও সম্পাদক অমল কান্তি দাশ, বান্দরবান পৌরসভার কাউন্সিলর অজিত কান্তি দাশ, ইউনিট লেভেল অফিসার মো. মোশারেফ হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর সম্পাদক অমল কান্তি দাশ জানান, করোনাকালে জেলায় একহাজার ৬৫০ টি দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে এর আগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান