বান্দরবানে কৃষি ব্যাংকের উদ্যোগে সিংগেল ডিজিট সুদে ঋণ বিতরণ

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) বান্দরবান শাখার উদ্যোগে সরকার ঘোষিত প্রান্তিক চাষীদের মাঝে সিংগেল ডিজিটে বার্ষিক ৯ শতাংশ হারে সুদে ঋণ বিতরণের কাজ শুরু করেছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেবি বান্দরবান শাখায় অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

প্রান্তিক চাষীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে উন্মুক্ত কৃষি কর্মসূচির আওতায় এসব ঋণ বিতরণ করা হয়েছে।

বিকেবি বান্দরবান শাখার ব্যবস্থাপক মো.আক্কাস উদ্দিন জানিয়েছেন, এ ব্যাংকের বান্দরবান শাখায় প্রথমবারে শতকরা ৯ শতাংশ হারে সুদে ঋণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিকেবি চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক এআরএম ছালারে জাহান এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা উৎপল কুমার চক্রবর্তী।

সভায় জেলার ৯ জন এসএমই এবং প্রান্তিক চাষীর মাঝে ৫০ লাখ টাকা বার্ষিক সিংগেল ডিজিট সুদে ঋণ বিতরণ করা হয়। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএইচ