বান্দরবান জেলায় জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রবিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
হ্লা সিং নু’র সভাপতিত্বে সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু,সদস্য সিং ইয়ং স্রো, জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা মো.আবুল মনসুর সিদ্দিকীসহ বিভিন্ন মৌজার হেডম্যান-কারবারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নারী ও বালিকাদের প্রতি সহিংসতা কমিয়ে নারী ও পুরুষের সমানাধিকার নিশ্চিত করা এবং নারীদের মানবাধিকার সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
আজকের বাজার/লুৎফর রহমান