বান্দরবানের কালাঘাটায় পাহাড় ধসে প্রতিমা রাণী দে (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। সে কালাঘাটার ৩ নম্বর ওয়ার্ডের মিলন দাসের স্ত্রী। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ওসি মো. গোলাম সারোয়ার এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে প্রতিমা রাণীর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘পাহাড় ধসের কারণে বান্দরবান রুমা সড়ক ও বেইলি ব্রিজ ডুবে গেছে। এর ফলে চট্টগ্রাম, রাঙামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেছি। উভয় সড়কেই সংস্কার কাজ চলছে। আশা করছি, কাজ শেষ হয়ে গেছে এই সমস্যা আর থাকবে না।’
আরএম/