বান্দরবান শহরের কালাঘাটা এলাকার বড়ুয়াপাড়ায় দুই দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে এক নারী নিহত হয়েছেন।
নিহতের নাম প্রতিমা রানী দাশ।
মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে অতি বর্ষণের ফলে বসতবাড়ির ওপর পাহাড় ধসে পড়লে এ ঘটনা ঘটে।
পরে দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, সোমবার রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে মঙ্গলবার দুপুরে পাহাড় ধসে প্রতিমা নামে এক নারী নিহত হয়েছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ