বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের মাতামুহুরী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরও ১ জন জুমচাষীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থলে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
লামা ফায়ার সার্ভিস নদী থেকে লাশটি উদ্ধার করেছে। এ নিয়ে মাতামুহুরী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিন জুমচাষীর লাশ উদ্ধার করা হলো। উদ্ধার হওয়া রেনসাং স্রো লামা সদর ইউনিয়নের তাউপাড়ার চিংক্রাত স্রোর ছেলে।
ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, শনিবার দুপুরে লামামুখ থেকে নৌকা যোগে তাউপাড়া যাওয়ার পথে পোপা খালের মুখে নৌকা ডুবিতে ৩ জন নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে সোমবার দুপুরে ২ জনের লাশ উদ্ধার করা হয়।
লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই দুর্ঘটনার মূল কারণ।
আজকের বাজার/একেএ