বান্দরবানে রাজপুণ্যা উৎসব শুরু ২১ ডিসেম্বর

বান্দরবানে ঐতিহ্যবাহী ১৪০তম বোমাং রাজপুণ্যা উৎসব আগামী ২১ ডিসেম্বর শুরু হবে। মৌজার হেডম্যান ও প্রশাসনের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে উসবের সময় নির্ধাণ করা হয়েছে। জুমচাষি প্রজাদের কাছ থেকে খাজনা বা জুম রাজস্ব আদায়ে এ উৎসব সফল করতে রাজবাড়ীতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

বুধবার ২২ নভেম্বর সকালে শহরে উজানী পাড়ার রাজপরিবার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোমাং সার্কেল চিফ রাজা উচপ্রু চৌধুরী।

তিনি জানান, জুম খাজনা আদায়ের জন্য বোমাং রাজারা ১৮৭৫ সাল থেকে ‘রাজপুণ্যা উৎসব’ করে আসছে। তবে ১৯৯০-এ দশকে ১৪তম বোমাং রাজা মংশৈপ্রু চৌধুরী মৃত্যুর পর দুই বছর রাজপুণ্যা হয়নি।

এবার রাজপুণ্যা উৎসব তিন দিনব্যাপী হবে। এতে ১০৯টি মৌজার হেডম্যান (মৌজা প্রধান) ও কারবারি (গ্রাম প্রধান) অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকার কথা রয়েছে। উৎসব ঘিরে প্রতি বছর বান্দরবানে দেশি-বিদেশি হাজারো পর্যটকের আগমন ঘটে।

আজকের বাজার:এলকে/এলকে ২২ নভেম্বর ২০১৭