জেলার দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকে ভোটারের উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। বেলা বাড়তে বাড়তে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ছে। সেই সাথে আলীকদম উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে ভোট দিচ্ছেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২জন। অন্যদিকে আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২জন।
নির্বাচন অফিস তথ্য মতে, বান্দরবান সদর ছাড়াও আলীকদম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৭১ হাজার ৪শত ৪৪জন। তার মধ্যে মহিলা ৩৩ হাজার ৮৭৪ ও পুরুষ ভোটারের সংখ্যা ৩৭ হাজার ৫শত ৭০ জন। এছাড়াও স্থায়ী ভোট কেন্দ্র ৪৫টিসহ মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ১শত ৬৯।
অন্যদিকে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ৩২ হাজার ৮০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৫২১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ২৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২১টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৪টি।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহদাত হোসেন জানান, সকাল থেকে দুই উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে । এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রতীকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্যা, একই তারিখে রোয়াংছড়ি ও থানছি উপজেলার নির্বাচন হওয়ার কথা থাকলেও কুকি চিন ইস্যুতে এ ২ উপজেলার নির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন। (বাসস)