বান্দরবানে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে আজ সকাল ১০টায় নিবন্ধীত শিশুদের মধ্যে ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বান্দরবান সদরের উজানীপাড়ায় সিডিসি’র প্রাঙ্গণে নিবন্ধীত শিশুদের মধ্যে এ ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রকল্পের নিবন্ধীত ৩০৮ জন শিশুর পরিবারের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, মশুর ডাল, সয়াবিন তেল, আটাসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি পাকসিম বিং তুং, সমাজকর্মী লালদতসাং, সমাজকর্মী বীনা সাতেক, প্রকল্পের সদস্যরা।
বান্দরবান পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) এর প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) জানান, দেশে করোনার মহামারি শুরু হওয়ার পর থেকে শিশুদের মধ্যে ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতিমাসে একবার করে এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।