বান্দরবানে পাথর বোঝাই ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন।
নিহত ওই নারীর নাম কৃষ্ণা দে (৫৫)।
রোববার (২৭ মে) সকালে জেলা শহরের হিলভিও হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সকালে জেলা শহরে হিলভিও হাসপাতালে চিকিৎসাধীন তার নাতিনকে দেখতে যাচ্ছিলেন। এ সময় ট্রাকের বাম্পারে ধাক্কা খেয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। দুর্ঘটনার পরপরই চালক ডায়াবেটিক হাসপাতালের পাশে ট্রাক রেখে পালিয়ে যায়।
আজকের বাজার/একেএ