বান্দরবান জেলায় আলীকদম-থানচি সড়কের পনের কিলোমিটার নামক এলাকায় জীপ গাড়ী উল্টে দুইজন নিহত হয়েছেন।
আজ রোববার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. দিদার (২৩) ও আবু তালেব (২৪)। তারা উভয়ই কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বাসিন্দা।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, থানচি বাজার থেকে জীপ গাড়িটি যাত্রি নিয়ে আলীকদম উপজেলায় যাচ্ছিল। সড়কের পনের কিলোমিটার নামক জায়গায় আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার হাসপাতালে প্রেরন করেন।
তিনি জানান, দুর্ঘটনায় মো. দিদার ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে, গূরুতর অবস্থায় আবু তালেবকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আজকের বাজার/লুৎফর রহমান