বান্দরবানে ২১৫টি পরবিাররে মধ্যে রডে ক্রসিন্টেরে সহায়তা বিতরণ

জলোর রুমা উপজলোয় আজ বাংলাদশে রডে ক্রসিন্টে সোসাইটরি বান্দরবান ইউনটিরে উদ্যোগে বন্যা ও পাহাড় ধসে ক্ষতগ্রিস্থ ২১৫টি পরবিাররে মধ্যে পাঁচহাজার টাকা করে বহুমুখী নগদ র্অথ বিতরণ করা হয়ছে।

আজ সোমবার দুপুরে উপজলো পরষিদ মলিনায়তনে আয়োজতি এক অনুষ্ঠানে এসব নগদ টাকা বতিরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতথিি ছলিনে রুমা উপজলো পরষিদরে চেয়ারম্যান উহ্লাচংি মারমা।
রডে ক্রসিন্টে সোসাইটরি বান্দরবান ইউনটিরে র্কাযনিবার্হী সদস্য গাব্রয়িলে ত্রপিুরার সভাপতত্বিে ও  রুমা উপজলো

আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক সাংপুই বম-এর পরচিালনায় এ অনুষ্ঠানে বশিষে অতথিি ছলিনে  রুমা উপজলো নর্বিাহী র্কমর্কতা সয়ৈদ মাহবুবুল হক, উপজলো পরষিদরে ভাইস চয়োরম্যান থাংখামলয়িান বম, মহলিা ভাইস চয়োরম্যান নুম্রাউ মারমা, কক্সবাজার পোস্টাল সাব-ডভিশিনরে পোস্ট অফসি পরর্দিশক এস, এম, সোলাইমান, বান্দরবান পোস্টাল বিভাগের পোস্টাল অপারটের মোহাম্মদ আবুল হোসনে।
পরে বন্যায় ও পাহাড় ধ্বসে ক্ষতগ্রিস্থরে তালকিাভুক্ত ২১৫জন দুস্থ ব্যক্তকিে জনপ্রতি নগদ পাঁচহাজার টাকা করে বতিরণ করা হয়। (বাসস)