বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত দুই দিনের টানা বর্ষণে এ পরিস্থির সৃষ্টি হয়।
সোমবার (১১ জুন) সকালে বান্দরবানের পলুপাড়া ব্রিজ প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এতে উভয় পাশে যানবাহনসহ যাত্রীরা আটকা পড়ে।
স্থানীয়রা জানান, জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ার কারণে জেলার লামা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এ দিকে নদী তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসন মাইকিং করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে।
আজকের বাজার/একেএ