বান্ধবীকে থাপ্পড় দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৩ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক এম হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার ইবি’র রেজিস্ট্রোর ভবন সূত্র নিশ্চিত করেছে।
ইবি’র রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ জানান, অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম মাহমুদুল্লাহ। সে বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত।
সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনের নীচ তলায় তাকে থাপ্পড় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে মাহমুদুল্লাহ। পরে ওই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়।
আজকের বাজার/এমএইচ