বাবার পথে হাঁটছেন রোনালদো জুনিয়র। আট বছর বয়সী এ কিশোরের স্কিল এরই মধ্যে দেখেছে গোটা বিশ্ব। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে রোনালদো জুনিয়রকে দলভুক্ত করেছিল সেরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। যেখানে অভিষেক মৌসুমেই তুরিনের ক্লাবটির অনূর্ধ্ব-৯ দলকে শিরোপা জিতিয়েছেন রোনালদো জুনিয়র। সেই সঙ্গে টুর্নামেন্ট সেরার ট্রফিও জিতেছেন।
সম্প্রতি জুভদের বয়সভিত্তিক ক্যাভার টুর্নামেন্টে অংশ নিয়েছিল রোনালদো জুনিয়রের দল। টুর্নামেন্টে জুভেন্তাস অনূর্ধ্ব-৯ শিরোপা জেতে, আর রোনালদো জুনিয়র জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
জুভেন্তাস অনূর্ধ্ব-৯ দলের হয়ে শেষ হওয়া এই আসরে রোনালদো জুনিয়র ২৮ ম্যাচে ৫৮টি গোল করেছে। শুধু গোল নয় সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন মোট ১৮টি!
সেরার স্বীকৃতি হাতে তোলা ছবি পাওয়া গেল বাবার ফেসবুক অ্যাকাউন্টে। তাতে প্রশংসার কমতি হয়নি। সিংহভাগই তার মধ্যে ভবিষ্যৎ রোনালদোকে খুঁজে পাচ্ছেন।
রোনালদোর স্বপ্ন রোনালদো জুনিয়র একদিন বড় মাপের ফুটবলার হবে। দাপিয়ে বেড়াবে গোটা বিশ্ব। রোনালদো বিশ্বাস করেন তার ছেলে তাকেও ছাড়িয়ে যাবে। এজন্য সন্তানকে বেশ ভালোভাবেই প্রশিক্ষণ দিচ্ছেন রোনালদো।
আজকের বাজার/আরিফ