বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি ও মিম। এবার মুক্তির অপেক্ষায় তাদের অভিনীত নতুন ছবি ‘দাগ’। ছবিটির প্রথম গান প্রকাশিত হয়েছে।
‘তুমি বাঁধনি আমাকে, গানের কথা লিখেছেন, মোহাম্মদ রফিকুজ্জামান। গানটি সুর ও সংগীতায়োজন ছিলেন আলী আকরাম শুভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা ও আতিক হাসান। পরিচালক তারেক সিকদার নির্মাণ করেছেন ‘দাগ’। ছবিতে আরও একজন নায়িকা আছেন তিনি হলেন আঁচল। ছবিতে আঁচল ও মিম দুই বোনের ভূমিকায় অভিনয় করেছেন।
ছবির কাহিনি লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক। এর আগে বাপ্পি-মিমকে সুইটহার্ট, আমি তোমার হতে চাই, দুলাভাই জিন্দাবাদ ছবিতে জুটি হিসেবে দেখা গেছে।
আজকের বাজার/আআইএস