দায়িত্ব ছাড়ছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ড।
নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে না ফিরতেই বিদায় নিচ্ছেন হেড কোচ অ্যান্ড্রু ওর্ড।
ইংলিশ-অস্ট্রেলিয়ান এই কোচ পাড়ি জমাচ্ছেন এয়ারফোর্স সেন্ট্রাল এফসি ক্লাবে। নিজেদের এক ফেসবুক পোস্টে এমন তথ্যই দিচ্ছে থাইল্যান্ডের ক্লাবটি। পরিবর্তন এসেছে অ্যান্ড্রু ওর্ডের ব্যক্তিগত উইকিপিডিয়া প্রোফাইলেও। সেখানকার নতুন তথ্য অনুযায়ী, ২০১৮ সালেই বাংলাদেশ দল ছেড়ে থাই লিগ ওয়ানের ক্লাব এয়ারফোর্ড সেন্ট্রালের হেড কোচ হচ্ছেন তিনি।
গেলো বছরের জুনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন অ্যান্ড্রু ওর্ড।
আজকের বাজার/আরজেড