পাকিস্তানের রঙ্গিন পোশাকের অধিনায়ক বাবর আজমকে মেরে ফেলার হুমকি দিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সেটি মজার ছলে। বাবরের প্রিয় ভাবি হতে না পারায় মজা করে পাকিস্তানের ওয়ানডে ও টি-২০ দলনেতাকে উদ্দেশ্য করে ওমন মন্তব্য করেন সানিয়া।
করোনার কারনে অনলাইনে লাইভ আড্ডায় মাতেন পাকিস্তানের ক্রিকেটাররা। সাথে ছিলেন ভক্তরাও। আড্ডার এক পর্যায়ে বাবরকে প্রশ্ন করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তিনি বাবরকে বলেন, ‘দলের মধ্যে তোমার প্রিয় ভাবী কে?’
উত্তরে বাবর বলেন, সরফরাজ আহমেদের স্ত্রী খুশবখতের।
বাবরের কাছ থেকে এমন কথা শুনে অন্যান্য ক্রিকেটারদের স্ত্রীরা ক্ষেপে যান। বাবরের উপর ক্ষোভ ঝাড়তে থাকেন তারা।
এক পর্যায়ে বাবরকে উদ্দেশ্য করে সানিয়া লিখেন, আমি তোমাকে মেরেই ফেলবো। আমাদের বাড়ির সোফায় আর ঘুমাতে পারবে না তুমি।’
শুধু সানিয়াই নন, বাবরের উত্তরে রাগ দেখিয়েছেন টেস্ট অধিনায়ক আজহার আলীর অধিনায়ক নায়লা আজহার। তিনি লিখেন, ‘মেরেই ফেলবো তোমাকে। খুব ভালো, ধন্যবাদ। আমাদের বাসায় আর আসার দরকার নেই তোমার।’