বাবরি মসজিদ মামলায় সব বিজেপি নেতাকে বুধবার খালাস দিয়েছে ভারতের এক আদালত।
স্পর্শকাতর এ মামলায় বিজেপির সিনিয়র অনেক নেতা জড়িত ছিলেন। মামলার বিচারকাজ শেষ করতে সংশ্লিষ্ট আদালতকে সুপ্রিম কোর্ট বেশ কয়েকবার সময় বেঁধে দিলেও তা অনেক দিন ধরে চলছিল।
হিন্দু উগ্রবাদীরা ১৬ শতকে নির্মাণ করা বাবরি মসজিদ ১৯৯২ সালের ডিসেম্বরে ভেঙে দেয়। সেখানকার জমির মালিকানা নিয়ে চলা বিরোধ ছিল ভারতের অন্যতম বিতর্কিত বিষয়।