নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নেশা করার প্রতিবাদ করায় বাবার হাসুয়ার আঘাতে ছেলে রাজুর (২২) মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুন) বেলা ১১টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত ১৮ জুন সোমবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের চৌবাড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই গ্রামের মতিউর রহমানের ছেলে। ঘটনার পর বাবা মতিউর রহমান পলাতক আছে।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল হক বলেন, বুধবার গ্রামে মরদেহ কবর দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে বাবা মতিউর রহমান পলাতক রয়েছে। নিহতে মা জয়নব বেগম বাদি হয়ে থানায় একটি মামলা করেন।
স্থানীয়রা জানায়, মতিউর রহমান ঢাকায় রিকশা চালান আর ছেলে রাজু রাজশাহীতে পড়াশুনা করেন। ঈদের বাবা বাড়িতে আসেন। মতিউর রহমান মাঝে মধ্যে মাদক সেবন করায় স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে গত সোমবার ছেলে রাজু তার বাবাকে নেশা করার জন্য নিষেধ করলে বাবা মতিউর উত্তেজিত হয়ে হাসুয়া দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে রাজু গুরতর আহত হন। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।
আজকের বাজার/আরআইএস