বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অনুষ্ঠান মঞ্চে কথা বলার এক পর্যায়ে তিনি স্মরণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।
রবিবার (৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় সালমান খান স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই জনপ্রিয় অভিনেতা বলেন – তিনি (বঙ্গবন্ধু) বাংলাদেশ তৈরি করেছেন।
তাছাড়া বক্তৃতার এক পর্যায়ে সালমান খান আরও বলেন – 'আমার বাবা (সেলিম খান) আমাকে বলেছেন, তুমি যখন মঞ্চে উঠবে তখন একজন মানুষের নাম অবশ্যই উল্লেখ করবে। তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম; আমার বাবা তার একজন বড় ভক্ত। তিনি তার অধিকাংশ কবিতাই পড়েছেন।'
উল্লেখ্য, গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধন। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজকের বাজার/আরিফ