বাবার কবরে সমাহিত হলেন তাজিন

রাজধানীর গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরেই সমাহিত হলেন অভিনেত্রী তাজিন আহমেদ।

বুধবার (২৩ মে) বাদ জোহর বৃষ্টির মধ্যে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিনোদনজগতে তার সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে তাজিনের মা দিলারা জলিকে লাশ দেখানোর জন্য গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার মা।

সেখান থেকে লাশ এনে সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার আনন্দবাড়ি শুটিং স্পটে রাখা হয়।

সেখানে তাজিনের সহকর্মী ও বিনোদন জগতের অনেকেই তাকে শেষবারের মতো দেখতে আসেন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে লাশ রাখার পর জানাজার জন্য গুলশানে নিয়ে আসা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর।

রাসেল/