পিতার কবর জিয়ারত করতে গিয়ে অঝোরে কাঁদলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার সকালে শহরের মাসদাইর কবরস্থানে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর পিতা আলী আহাম্মদ চুনকার মাজার জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়। তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সাবেক পৌর পিতা আলী আহাম্মদ চুনকার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় প্রয়াত পৌর পিতার ছেলে আহাম্মদ আলী রেজা উজ্জল, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা প্রমূখ উপস্থিত ছিলেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান