বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে তজিসান হাওলাদার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তজিসান আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া এলাকার মৃত মোবেশ্বের হাওলাদারের ছেলে। তিনি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
তজিসানের স্বজনরা জানান, দুপুরে জিসান বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে নেমে ডুবে যায়। এ খবর পেয়ে পরিবারের সদস্যরা পুকুরের পানি থেকে মৃত অবস্থায় জিসানকে উদ্ধার করেন।
জিসানের মা নাজমা বেগম জানান, তার স্বামী কয়েকদিন আগে মালেয়শিয়া মৃত্যুবরণ করেন। তার মরদেহ এখনো দেশে আনতে পারেননি তারা। এর মধ্যে আবার কলেজ পড়ুয়া ছেলে পানিতে ডুবে মারা গেছে।
জিসান মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানান তার মা নাজমা। কলেজছাত্র জিসানের মরদেহ বুধবার বিকেলে জানাজা শেষে কালুপাড়া এলাকার নিজ বাড়িতে দাফন করা হয়েছে বলেও জানান নাজমা। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান