পারিবারিক কারণে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রেইগ ম্যাকমিলান। কয়েক দিন আগে পিতার মৃত্যুর কারণে এই মুহুর্তে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক কিউই এ ব্যাটসম্যান।
বাংলাদেশ দলের আসন্ন শ্রীলংকা সফরের জন্য ম্যাক মিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়। কোয়ারেন্টাইন কাল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এবং শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) মধ্যে যখন শ্রীলংকা সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তখনই এ খবর এলো। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন জানান, ম্যাকমিলান বিষয়টি ইতোমধ্যেই তাদেরকে জানিয়েছেন।
সুজন বলেন, ‘ম্যাকমিলান আমাদের সাথে যোগাযোগ করে জানিয়েছেন, কয়েক দিন আগে তার বাবা মারা গেছেন। তাই আসন্ন শ্রীলংকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। আমরা তার মানসিক অবস্থা বুঝতে পারছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানচ্ছি।’
পারিবারিক কারণে গত ২১ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সড়ে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। এরপর এক সপ্তাহের মধ্যই ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি। তবে ম্যাকমিলানকে এক সিরিজের জন্য দায়িত্ব দিয়েছিলো বিসিবি। শ্রীলংকা সিরিজে ম্যাকমিলানের কাজ দেখে তাঁর সাথে দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা ছিল বিসিবির। এমনটাই জানিয়েছিলো বিসিবি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান