বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা, আহত বাবা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মো. নিরব উদ্দিন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাবা মিরাজ উদ্দিন (৩৫) ছেলেকে বাঁচাতে গেলে তিনিও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

রোববার রাতে হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নান্টু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিরব স্থানীয় রহমানিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বড় চাচা রাশেদুল ইসলাম নান্টু জানান, রোববার রাতে স্থানীয় এমপি আয়েশা ফেরদৌসের সমর্থক মহিউদ্দিন মহিন, আবু তাহেরসহ ১৫/২০ জন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এ সময় মিরাজ উদ্দিন ও তার ছেলে নিরব গুলিবিদ্ধ হন। প্রথমে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পথে নিরবের মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আজিম সাংবাদিকদের জানান, মাথায় গুলিবিদ্ধ হয়ে নিরবের মৃত্যু হয়েছে। তার বাবা মিরাজ উদ্দিন হাতে ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে নিরবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

হাতিয়া থানার ওসি মো. কামরুজ্জামান শিকদার জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এস/