ঝিনাইদহের হরিণাকুন্ডে পারিবারিক কলহের জেরে আড়াই বছরের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার ০৩ জানুয়ারি সকালে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু লিসা ওই গ্রামের লিটনের মেয়ে বলে জানিয়েছেন হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন।
তিনি জানান, সকালে বাবা লিটন ও মা সাদিয়ার মধ্যে ৫০ টাকা নিয়ে ঝগড়া হচ্ছিল। এসময় পাশেই ছিল মেয়ে লিসি। ঝগড়ার এক পর্যায়ে মেয়েকে তুলে আছাড় দেন লিটন। গুরুতর আহত লিসিকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আজকের বাজার: আরআর/ ০৩ জানুয়ারি ২০১৮