রাজধানীর বনানী এলাকায় চার বছরের ছোট বোনকে হত্যার অভিযোগে বৃহস্পতিবার এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
কিশোর আল আমিন ওরফে সজীব (১৪) স্থানীয় স্কুলের ৫ম শ্রেণির ছাত্র এবং রাজধানীর বনানী থানার জামাই বাজার এলাকার কড়াইল বস্তির বাসিন্দা লিটন মিয়ার ছেলে।
র্যাবের পরিচালক (জনসংযোগ) লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, সকালে আল আমিনকে গ্রেপ্তার করে র্যাব-১। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র্যাবকে জানায়, ছোট বোন মিম জন্মের পর থেকে তার প্রতি বাবা-মায়ের ভালোবাসা কমতে থাকে। যার কারণে ছোট বোনের প্রতি তার ক্ষোভ জন্মাতে থাকে।
তিনি জানান, বুধবার সকালে ঘুমন্ত অবস্থায় গলাটিপে হত্যা করে মিমকে খাটের নিচে লুকিয়ে রাখে আল আমিন। পরবর্তীতে তার বাবা বাসায় ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সে মিমের লাশ পাশের গোসলখানায় রেখে আসে।
খুনের ঘটনায় বনানী থানায় মিমের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।