শ্রীপুরে ধর্ষনের বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে বাবা-মেয়ের আত্মহত্যা মামলার প্রধান আসামি ফারুককে (৩০) গ্রেফতার করা হয়েছে। ফারুক গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
শনিবার ২৭ মে সকাল আটটার দিকে গাজীপুরের র্যাব-১-এর সদস্যরা সাভার থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১-এর কমান্ডার মহিউল ইসলাম জানান, ফারুককে থানা-পুলিশে সোপর্দ করা হবে। এর আগে গতকাল শুক্রবার মামলার তিন নম্বর আসামি বোরহানকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা-পুলিশ। তাঁর বাড়ি শ্রীপুরের কর্নপুর গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল শ্রীপুরে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে হজরত আলী আত্মহত্যা করেন। মেয়ের শ্লীলতাহানির চেষ্টা, ভয়ভীতি ও গরু চুরির বিচার না পেয়ে হজরত আলী আত্মহত্যা করেন এমন অভিযোগে তার স্ত্রী হালিমা বাদী হয়ে রেলওয়ে থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। এরপর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন ব্যাপারীকে গ্রেফতার করে।
আজকের বাজার: আরআর/ ২৭ মে ২০১৭