সাখাওয়াৎ লিটন: বাবা হতে চলেছেন জাতীয় দলের সদ্য বিদায়ী টেস্ট অধিনায়ক, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সব ঠিক থাকেলে খুব শীঘ্রই মুশফিক ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোল জুড়ে দেখা যাবে তাঁদের সন্তানকে।
২০১৩ সালের অক্টোবরে তাদের বাগদানের পর ২০১৪ সালের ২৫শে সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর ও বিবাহোত্তর সংবর্ধনা হয় ২৭ সেপ্টেম্বর। দেশে ক্রিকেট জনপ্রিয়তার কারণে সাধারণ মানুষের কাছে ক্রিকেটাররাই সবচেয়ে বড় তারকা। যার কারণে মুশফিক-মন্ডি জুটি সবার কাছেই প্রিয়।
বিপিএল এবং দক্ষিণ আফ্রিকা সফরে টানা ব্যর্থতার বৃত্তে বন্দী ছিলেন মুশফিক। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। বিভিন্ন কারণে পুরো সফর জুড়েই আলোচনায় ছিলেন মুশফিক। একদিকে খারাপ পারফম্যান্স অন্যদিকে অধিনায়কত্ব হারানো। এই দুঃসময়ে বাবা হওয়ার সংবাদ স্বভাবতই মুশফিকের জন্য খুব আনন্দের।
আজকের বাজার: সালি/ ১৭ ডিসেম্বর ২০১৭