বাবা হতে চলেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। খুব শীঘ্রই মুশফিক ও তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোল জুড়ে দেখা যাবে তাঁদের অনাগত সন্তানকে।
২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এর প্রায় এক বছর পর ২০১৪ সালের ২৫শে সেপ্টেম্বর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর ও বিবাহোত্তর সংবর্ধনা হয় ২৭ সেপ্টেম্বর। জান্নাতুল কিফায়াত মন্ডি ব্যবসায় প্রশাসনে অনার্স সম্পন্ন করেছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তার বাবা অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। তিন বোনের মধ্যে মন্ডি দ্বিতীয়। তার বড় বোন জান্নাতুল কাওসার মিষ্টি জাতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদউল্লাহ্ রিয়াদের স্ত্রী।
বাংলাদেশের ক্রিকেট জনপ্রিয়তার কারণে সাধারণ মানুষের কাছে ক্রিকেটাররাই সবচেয়ে বড় তারকা। যার কারণে মুশফিক-মন্ডি জুটি সবার কাছেই জনপ্রিয়। ক্রিকেটীয় দিক থেকে দুঃসময় কাটানো মুশফিকের জন্য বাবা হওয়ার সংবাদ স্বভাবতই নিয়ে এসেছে অনাবিল আনন্দ। চলমান বিপিএল এবং তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে টানা ব্যর্থতার বৃত্তে বন্দী ছিলেন মুশফিক। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। বিভিন্ন কারণে পুরো সফর জুড়েই আলোচনায় ছিলেন মুশফিক।
এরপর চলমান বিপিএলে তার দল রাজশাহী কিংসও করতে পারেনি আশানুরূপ ফল। বিপিএল এখনও শেষ না হলেও রাজশাহী কিংসের খেলা লিগ পর্বেই শেষ হয়ে যাওয়ায় আপাতত অবসর সময় কাটাচ্ছেন মুশফিক। বিপিএলের গত আসরে মুশফিক খেলেছিলেন বরিশাল বুলসের হয়ে। চলতি আসরে দলটি না থাকায় আইকন ক্রিকেটার হিসেবে মুশফিক নাম লেখান রাজশাহী কিংসে। গতবারের ফাইনালিস্ট দলটি এবারও গড়েছিল শক্তপোক্ত দল। তবে অপ্রত্যাশিতভাবে দলটি সমর্থকদের উপহার দিয়েছে একের পর এক হার। ১২ ম্যাচ খেলে মাত্র ৪টি জয়ের বিপরীতে ৮টিতেই হেরেছে রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি।
আজকের বাজার: সালি / ১০ ডিসেম্বর ২০১৭