পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বাড়িতে এল নতুন অতিথি। ফের একবার বাবা হলেন জনপ্রিয় এই গায়ক। কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আতিফ আসলামের স্ত্রী সারা ভরবানা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দ্বিতীয়বারের জন্য বাবা হওয়ার খবর জানান আতিফ নিজেই। শীতের কাপড়ে মোড়া সন্তানের ছবি শেয়ার করে আতিফ লেখেন আল্লাহকে ধন্যবাদ। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। যদিও আতিফ পুত্র নাকি কন্যা সন্তানের বাবা হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত ২০১৩ সালে সারা ভরবানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় পাক গায়ক আতিফ আসলাম। ২০১৪ সালেই জন্ম হয় আতিফ ও সারার প্রথম সন্তান আহাদ-এর। প্রসঙ্গত বলিউডের বহু ছবিতেও গান গেয়েছেন আতিফ। ২০০৫ সালে 'ও লমহে' গানটি গেয়ে বলিউডে ডেবিউ হয় আতিফের। তারপর বলিউডের বহু ছবিতে গান গেয়েছেন তিনি। সালমান খানের ছবিতে আতিফের গাওয়া 'দিল দিয়া গল্লা' গানটিও বেশ জনপ্রিয় হয়।
আজকের বাজার/লুৎফর রহমান