টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের পরে এক আলোচিত নাম আন্দ্রে রাসেল। যে একাই বল-ব্যাট হাতে ঘুরিয়ে দিতে পারেন একটা ম্যাচ। এবার তার নিজের জীবনটাই আনন্দে ভরে দিলো এক সংবাদ। কন্যা সন্তানের বাবা হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা এ অলরাউন্ডার। রাসেল ও জ্যাসিম লোরা দম্পতির ঘরে এটিই প্রথম সন্তান। কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী রয়্যালসকে নেতৃত্বে দিয়ে চ্যাম্পিয়ন করেছেন রাসেল।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে কন্যা সন্তান হওয়ার খবরটি নিজেই জানান রাসেল। ছবিটিতে দেখা যায়, তিনি একটি বাচ্চার কোমল হাত ধরে আছেন। আর ক্যাপশনে লিখেন, ‘অ্যামিয়া এস রাসেল পৃথিবীর মুখ দেখলো। ঈশ্বর সবসময় ভালো। এমন রানির জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ।
২০১৬ সালে মডেল স্ত্রী জ্যাসিম লোরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রাসেল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জনপ্রিয় রাসেল জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন।
আজকের বাজার/আরিফ