ছেলে সন্তানের বাবা হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।
রোববার সামাজিক যোগযোগ মাধ্যমে সদ্যজাত সন্তান ও স্ত্রীর ছবি দিয়ে করা এক পোস্টের মাধ্যমে ডান হাতি পেসার নিজেই এ সংবাদ নিশ্চিত করেছেন।
ছবির ক্যাপশনে রুবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ্! আল্লাহর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু’য়া করবেন।’
সম্প্রতি জাতীয় দলের কন্ডিশনিং ও দক্ষতা প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রুবেল। তবে স্ত্রী ও নবজাতকের সাথে সময় কাটাতে আপাতত ওই ক্যাম্প থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে নেই এ পেসার।
আজকের বাজার/এইচ