বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ প্রথমবারের মত বাবা হলেন। তার একটু পুত্র সন্তান হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি হাসপাতালে এই পুত্র সন্তানের জন্ম হয়।
শনিবার রাতেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাবা হওয়ার বিষয়টি জানান তাসকিন। এ সময় স্ত্রী ও পুত্রের সঙ্গে সেলফি তুলে সেটা ফেসবুকে দিয়ে তাসকিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ। মাই বয়।’
পরে সন্তান ও স্ত্রী ভালো আছে জানিয়ে গণমাধ্যমকে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ! ছেলে সন্তানের বাবা হয়েছি। খুব খুশি লাগছে। মা ও ছেলে দু’জনেই ভালো আছে। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে হুট করেই দীর্ঘদিনের প্রিয় মানুষ সৈয়দা রাবেয়া নাঈমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাসকিন।
আজকের বাজার/এমএইচ