বুধবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে সন্তানের মা হয়েছেন বরিসের বাগদত্তা ক্যারি সিমন্ডস। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, মা ও সন্তান দু’জনই সুস্থ আছে।
করোনায় আক্রান্ত হয়ে প্রায় এক মাস চিকিৎসা শেষে সোমবার কাজে যোগ দেন বরিস জনসন। হাসপাতালে ৩২ বছর বয়সী ক্যারির পাশে ছিলেন বরিস। গত বছরের জুলাইতে বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ডাউনিং স্ট্রিটে বসবাস করে আসছেন তারা।
গত ফেব্রুয়ারিতে প্রথম সন্তান আশা করছেন বলে ঘোষণা দেন তারা। নতুন আগত এই সন্তান ক্যারি সিমন্ডসের প্রথম সন্তান হলেও বরিসের আরও পাঁচ সন্তান রয়েছে।