বাবুগঞ্জে তিন মাস পর অপহৃত গৃহবধূ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রাম থেকে অপহৃত এক গৃহবধূকে প্রায় সাড়ে তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জুলাই) রাতে উদ্ধারকৃত ওই গৃহবধূর নাম আলেয়া বেগম। আলেয়া বেগম ক্ষুদ্রকাঠি গ্রামের মৃত ফজলু মোল্লার স্ত্রী।

বিমানবন্দর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, মুলাদীর কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে অপহৃত গৃহবধূ আলেয়া বেগমকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি আরও জানান, গত ২২ মার্চ রাতে আলেয়া বেগম নিখোঁজ হন। এ ঘটনায় ২৩ মার্চ দুপুরে আলেয়ার পুত্র শহিদুল ইসলাম বিমানবন্দর থানায় একটি জিডি করেন।

পরবর্তীতে গত ২৪ এপ্রিল নিখোঁজ আলেয়ার মেয়ে লিপি বেগম বাদী হয়ে একই এলাকার কুদ্দুস মোল্লাসহ চারজনকে আসামি করে বরিশাল আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন।

আজকের বাজার/একেএ