বাবুল আক্তারকে সিএমপিতে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় নিহতের স্বামী ও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে (সিএমপি) দ্বিতীয় বারের মতো জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী কর্মকর্তারা।

মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ও নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো.কামরুজ্জামান জানান, মিতু হত্যা মামলার বাদি হিসেবে কিছু বিষয়ে জানতে চাওয়ার জন্য তাকে সিএমপিতে আসতে বলা হলে তিনি ১১ জুলাই পৌনে ৪টার দিকে সিএমপি কার্যালয়ে এসেছেন। তার কাছে আমাদের কিছু বিষয় জানার জন্য তাকে আসতে বলা হয়েছিল।

গত বছরের ১৫ ডিসেম্বর স্ত্রী হত্যার মামলার বিষয়ে কথা বলতে সিএমপিতে বাবুল আক্তারের সঙ্গে প্রথম কথা হয়েছিল বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ই জুন সকালে নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হন সদর দপ্তরে কর্মরত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১১ জুলাই ২০১৭