পরিচালক আনন্দ এল রাই-এর সঙ্গে জুটি বেঁধে এবার ময়দানে নামলেন শাহরুখ খান। বর্ষীয়ান চিত্র পরিচালক আনন্দ এল রাই-এর সঙ্গে জুটি বেঁধে পাকাপাকিভাবে ময়দানে নামার আগেই তোড়জোড়ও শুরু করে দিয়েছেন বলিউড বাদশা। আর সেই কারণেই নিজের টুইটার হ্যান্ডেলে সিনেমার খণ্ডচিত্র প্রকাশ করেছেন কিং খান। পাশাপাশি সিনেমার টিজারও শেয়ার করেন শাহরুখ। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
‘জিরো’ নামে ওই সিনেমার টিজারে শাহরুখকে দেখা যাচ্ছে ‘বামন অবতারে’। এই প্রথম চিরাচরিত ছক ভেঙে এক নতুন ধরনের চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। টিজারে যেমন মজার চরিত্রে দেখা যাচ্ছে কিং খানকে তেমনি সিনেমা মুক্তির পরও কি সেই ক্রেজ ধরে রাখতে পারবেন বলিউড বাদশা, সেটা অবশ্য সময়ই বলবে।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘যব হ্যারি মেট সেজাল’-এ আনুশকা শর্মার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। আনুশকার সঙ্গে জুটি বেঁধে ‘রব নে বানাদি জোড়ি’-তে অভিনয় করে সেই সিনেমা ব্লক বাস্টার হলেও, বলিউডে ভাল ব্যবসা করতে পারেনি ‘যব হ্যারি মেট সেজাল’। ওই সিনেমা মুখ থুবড়ে পরার পর এবার আনন্দ এল রাই-এর সঙ্গে ফের জুটি বেঁধে কাজ শুরু করলেন কিং খান।
আজকের বাজার: সালি / ০২ জানুয়ারি ২০১৮