দূষিত বায়ু করোনাভাইরাস মহামারিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে সতর্ক করে দিয়ে ভারতের নয়াদিল্লিতে কর্তৃপক্ষ শীতের আগে বায়ু দূষণের মাত্রা রোধ করার প্রয়াসে সোমবার দূষণবিরোধী অভিযান শুরু করেছে, খবর এপি।
ভারতের রাজধানী নিয়মিত বিষাক্ত ধোঁয়ায় ঢাকা পড়ায় এ অভিযান শুরু করা হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, সরকার ধুলা প্রতিরোধে প্রচারণা এবং খড় পোড়ানোর ধোঁয়া কমাতে দূষণবিরোধী অভিযান শুরু করবে এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করবে যাতে নাগরিকরা দূষণকারীদের বিরুদ্ধে ছবি-লিঙ্কযুক্ত অভিযোগ দায়ের করতে পারবে।
কেজরিওয়াল বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে দূষিত বায়ু প্রাণঘাতী হতে পারে। উভয়ই ফুসফুসকে প্রভাবিত করে।’
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যতম দূষিত শহর নয়াদিল্লিতে বসবাসকারী মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘ সময় ধরে উচ্চ বায়ু দূষণে থাকার ফলে কমে গেছে। যে কারণে সেখানে করোনাভাইরাসকে আরও স্পর্শকাতর করে তুলেছে।
এর আগে গবেষণাগুলোতে পরামর্শ দেয়া হয়েছে যে উচ্চ স্তরের বায়ু দূষণ এ সংক্রমণকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।
প্রতি বছর এক মিলিয়নেরও বেশি ভারতীয় বায়ু দূষণজনিত রোগের কারণে মারা যান বলে মনে করা হয়।
নয়াদিল্লিতে করোনাভাইরাসে ২ লাখ ৮৫ হাজার ১০৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন পাঁচ হাজার ৫১০ জন।