বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এসইপি ডেইরি প্রডাক্ট প্রজেক্টের পক্ষ হতে বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান করেন।
আজ ১৩ই ডিসেম্বর ২০২২, রিক কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর উপ- প্রকল্প ” উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদন ত্বরান্বিতকরন “এর আওতায় “পরিবেশ দূষণ রোধ ও গবাদী প্রাণির বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে” রিক ভাগ্যকুল শাখার আওতায় বানিয়াবাড়ী মহিলা উন্নয়ন সমিতিতে কমিউনিটি ভিত্তিক বায়োগ্যাস প্লান স্থাপন ও এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সালামত উল্লাহ খান মনিটরিং অফিসার রিক-প্রধান কার্যালয় ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত জনাব মোঃ শফিকুল ইসলাম প্রকল্প ব্যবস্থাপক এসইপি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, সমৃদ্ধি কো-অর্ডিনেটর জনাব মোঃ আলতাব হোসেন,সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ যে উক্ত বায়োগ্যাস প্লানটি হতে ৩ টি পরিবার জ্বালানি হিসেবে দৈনিক ৬ ঘন্টা গ্যাস ব্যবহার করতে পারবে ফলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে অন্য দিকে খামারের আশে পাশের পরিবেশ সুরক্ষা করা সম্ভব হবে।