বারদীবাজারে মার্কেন্টাইল ব্যাংকের ১৩৩ তম শাখার উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৩তম শাখা হিসেবে ‘বারদীবাজার শাখা’ আজ সোমবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক শহিদুল আহ্সান ও আলহাজ্ব মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, বারদী ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, বারদী বাজার কমিটির সাধারন সম্পাদক কামাল সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আব্দুর রশিদ।

বক্তারা মার্কেন্টাইল ব্যাংকের সাফল্য কামনা করেন। ব্যাংকের বারদীবাজার শাখা প্রধান মোঃ ইয়াসির আরাফাত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। মার্কেন্টাইল ব্যাংকের বারদীবাজার শাখা- বারদী প্লাজা, মৌজা ও ইউনিয়ন-বারদী, উপজেলা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ-এ অবস্থিত।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।